বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কেন্দ্রেকে পদক্ষেপ করার কথা বলেছিল তারা। কিন্তু কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি। তাই আর অপেক্ষা করা যাবে না কেন্দ্রের জন্য! এবার মহারাষ্ট্র সরকার এবং বৃহন্মুম্বই পৌর কর্পোরেশনকে দরজায় দরজায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট। যাঁরা বয়স্ক, শারীরিক ভাবে অসুস্থ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদের জন্য বাড়িতেই হবে ভ্যাকসিনের কর্মসূচী। এই প্রক্রিয়া শুরু করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও কেন্দ্রের তরফে কোনও সবুজ সংকেত আসেনি। তবে আর বিলম্ব করতে চায় না মুম্বই হাইকোর্ট।
প্রসঙ্গত, বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কেন্দ্রেকে পদক্ষেপ করার কথা বলেছিল হাইকোর্ট। এমন অনেকেই আছেন যাঁদের বাড়ি থেকে বের করা যায়না। স্ট্রেচারের প্রয়োজন হয়। তাঁদের ক্ষেত্রে কীভাবে ভ্যাকসিন ঘরে পৌঁছে যাবে , তাঁর হলমনামা জমা দিতে বলা হয়েছিল বৃহন্মুম্বই পৌর কর্পোরেশনকে। প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি গিরিশ কুলকার্নির ডিভিশন বেঞ্চ আইনজীবী ধ্রুতি কাপাদিয়া ও কুণাল তিওয়ারির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন জানানো হয়, যে কেন্দ্র পূর্বের শুনানিতে আদালতের নির্দেশের পক্ষে অনুকূল প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে।