চলতি সপ্তাহেই ফুটবল পায়ে তিনি শেষ মাঠে নামবেন। পরের সিজন থেকে তাঁকে আর বল নিয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে না। এবার ফুটবল থেকে অবসর নিতে চলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী স্বর্ণযুগের অন্যতম সদস্য স্যামি খেদিরা। এ যুগের অন্যতম সফল ফুটবলারদের একজন খেদিরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
খেদিরা লেখেন, “বিদায় জানানোর সময় এসে গেছে। শনিবারের ম্যাচের পর আমি খেলোয়াড় জীবনকে বিদায় জানাব। তোমাদের সাথে এত সুন্দর ও অসাধারণ মুহূর্তের অভিজ্ঞতা করতে পেরে আমি গর্বিত। সকল সমর্থক, সতীর্থ, কোচ এবং অবশ্যই আমার পরিবার এবং বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।”
একসময় রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসের হয়ে দাপিয়ে খেলেছেন। ট্রফি ভর্তি কেরিয়ারে দলগতভাবে সম্ভব প্রায় সকল ট্রফিই জিতেছেন খেদিরা। ১৫ বছরের কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের সেরা পাঁচ লিগের তিনটি (স্পেন, জার্মানি, ইতালি) লিগে খেতাব জয়ের পাশাপাশি জাতীয় দল জার্মানির জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপ জেতার নজিরও রয়েছে তাঁর দখলে।
২০০৯ সালের জার্মানির অনূর্ধ্ব-২১ দলে মেসুত ওজিল, ম্যানুয়াল ন্যুয়ার, ম্যাটস হ্যামেলসদের অধিনায়ক ছিলেন। সেই টুর্নামেন্ট জয়ী দলের বেশিরভাগ সদস্য ২০১৪ সালে বিশ্বকাপ জয়ে জার্মান দলের অংশ ছিলেন। গত মরশুমে জুভেন্তাস ছেড়ে স্বদেশ জার্মানিতে ফিরে এসে হার্থা বার্লিনে যোগদান করেন। আর সেখান থেকেই আগামী শনিবার নিজের ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন এই জার্মান তারকা।