টেনিস বিশেষজ্ঞদের মধ্যে একবাক্যে সিংহভাগই মনে করেন পুরুষদের টেনিসে সর্বকালের সেরা রজার ফেডেরার। ঘটনাচক্রে এই বড় অংশে নাম লেখালেন সেরিনা উইলিয়ামসও। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তি পরিষ্কার বলে দিলেন, এ ব্যাপারে তাঁর ভোটটা ফেডেরারই পাবেন। তবে এই প্রশ্ন নিয়ে হাজারও বিতর্ক রয়েছে। যদিও মঙ্গলবারটা খেলার কোর্টে কারও জন্যই ভাল গেল না। ফেডেরার, সেরিনা দু’জনই হেরে গেলেন দুই অচেনা খেলোয়াড়ের কাছে।
সুইস মহাতারকা রজার ফেডেরার জেনিভা ওপেনের দ্বিতীয় রাউন্ডে হারলেন পাবলো আন্দুজার কাছে। ফল ৪-৬, ৬-৪, ৪-৬। প্রায় দু’বছর পরে ফেডেরার ক্লে কোর্টে প্রথম ম্যাচ খেললেন। তা ছাড়া ২০২০-এর অস্ট্রেলীয় ওপেনের পরে এটাই ছিল তাঁর প্রথম প্রতিযোগিতা। পাশাপাশি ইটালির পারমায় ‘এমিলিয়া-রোমাগনা’ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরিনাকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ক্যাটেরিনা সিনিয়াকোভা। চেক প্রজাতন্ত্রের তরুণী জিতলেন ৭-৬, ৬-২ সেটে।
এমিলিয়া-রোমাগনা ওপেন খেলতে আসা সেরিনা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রজারকে। সর্বকালের সেরা কে, প্রশ্নের সামনে মার্কিন কিংবদন্তির চটজলদি জবাব, ‘‘আমার মনে এর উত্তর শুধুই দু’টো শব্দ: রজার ফেডেরার।’’ তিনি আরও বলেছেন যে, ‘‘অসাধারণত্বের সংক্ষিপ্তসার বলতে যা বোঝায়, রজার হচ্ছে ঠিক সেটাই। কী বলব ওর সম্পর্কে? ও হচ্ছে সত্যিকারের উচ্চবর্গের কেউ। একইসঙ্গে বিস্ময়। একাই টেনিস খেলাটা বদলে দিয়েছে।”