কোভিড আবহের প্রথম ঢেউ থেকেই বিজেপি সাংসদ, বিধায়ক, নেতারা দাবি করে আসছেন যে, করোনা ঠেকাতে গো-মূত্রই যথেষ্ট। সম্প্রতি একই দাবি করেন বিজেপির বিতর্কিত সংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। আর তাই এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে গো-মূত্র উপহার পাঠালেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পি সি শর্মা। সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি, যেখানে আবেদন করেছেন সাধ্বী প্রজ্ঞার দাবির বৈজ্ঞানিক যুক্তি দ্রুত সবার সামনে আনা হোক।
মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পি সি শর্মা বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় স্বাস্থ্য মিশনকে একটি চিঠি পাঠান। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, আইসিএমআর ও ডিআরডিও কি বিজেপি সাংসদের দাবির সত্যতা বিশ্বের সামনে আনবে? কংগ্রেস বিধায়কের মতে, গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। তা ভাল, তাই বলে এমন মহামারীর সময় এই ধরণের তথ্য প্রচার করায় মানুষের মধ্যে ভুল ধারনা পৌঁছোবে না তো? সাধ্বী প্রজ্ঞা দাবির সত্যতা জনগণের সামনে তুলে ধরারও আবেদন করেছেন কংগ্রেস বিধায়ক। পাশাপাশি তাঁকে উপহার হিসেবে পাঠিয়েছেন গো-মূত্র।