নারদা-কাণ্ডে আজ কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। নিন্দুকদের মতে, এই গ্রেফতারি এড়াতেই তিনি একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে আজ শোভনকে গ্রেফতারের খবর শোনামাত্রই স্বামীর পাশে দাঁড়াতে নিজাম প্যালেসে আসেন তাঁর স্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। যদিও যাঁর জন্য সব ছেড়েছিলেন শোভন, সেই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সবসময় তাঁর ছায়াসঙ্গী হলেও, আজ দেখা মেলেনি।
শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতার হওয়ার পরই নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসেন রত্না। কোনও কথা না বলে সোজা ভিতরে ঢুকে যান তিনি। তবে যাওয়ার আগে জানান, “বেশি কিছু বলতে চাই না। আইনজীবীদের সঙ্গে কথা বলব। তাঁদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হবে।” এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে এই সিবিআই গ্রেফতার কী আবার ভাঙা সংসার জোড়া লাগাবে? ফের কি তৃণমূল কংগ্রেসে ফিরবেন শোভন চট্টোপাধ্যায়?
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ না হলেও দীর্ঘদিন আলাদা থাকেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁদের দু’জনের সম্পর্কের টানাপোড়েনে নাম জড়িয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। এমনকী শোভন-বৈশাখী যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখনই তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে নামেন রত্না। এরপর বেহালা পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে জয়লাভ করেছেন রত্না চট্টোপাধ্যায়। হারিয়েছেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারকে। আর এবার স্বামীর বিপদে পাশে দাঁড়ালেন তিনি।