আজ সাতসকালে নারদ মামলায় হঠাৎই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ৩ নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও, গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল এবং বিজেপি নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। এই চার হেভিওয়েট নেতার গ্রেফতারি নিয়ে আজ সকাল থেকেই তোলপাড় গোটা রাজ্য। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই পদক্ষেপ বলে দাবি তৃণমূল নেতাদের।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও সাংসদ সৌগত রায় জানান, এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ। একুশের নির্বাচন হেরে যাওয়ার পর বিজেপি-র শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে সিবিআই। এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সৌগত রায় জানান, রাজ্যপাল কেন চার্জশিট প্রসঙ্গে অনুমতি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আদালতে এর মোকাবিলা হবে। তৃণমূল নেতা তাপস রায় জানান, রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই গ্রেফতারি। নিজেদের পরাজয় মানতে পারেনি বিজেপি।
এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ৪জনের গ্রেফতারির জন্য রাজ্যপালের অনুমতি দেওয়া অবৈধ। তাঁর গ্রেফতারের অনুমোদন দেওয়ার কোনও ক্ষমতা নেই। তিনি প্রশ্ন তোলেন মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না? তিনি আরও বলেন, ‘রাজ্যপাল একটা দৈত্য, রক্ত খেকো বাঘ।’ প্রসঙ্গত, এই প্রসঙ্গে এদিন তৃণমূল বিধায়ক তথা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বিজেপি। ওরা ভোটে জিততে পারেনি। তাই এসব করেছে।’