নারদা মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার পর সেখানেই পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রায় ২ ঘণ্টা হতে চলল। এখনও নিজাম প্যালেসেই আছেন মমতা। জানা গেছে, ডিআইজি-র ঘরের বাইরে বসে আছেন তিনি।
সকালে ওই চার জনকে সিবিআই নিয়ে যাওয়ার খবর পেয়েই নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীদের নিয়ে সোজা উঠে যান নিজাম প্যালেসের ১৪ তলায়। পৌঁছে যান সিবিআইয়ের ডিআইজির ঘরের সামনে। সেখানেই তিনি চেয়ার নিয়ে বসে যান।
মমতার দাবি, রাজ্য সরকারকে না জানিয়ে যখন তিনজনকে গ্রেফতার করা হয়েছে তখন আমাকেও গ্রেফতার করতে হবে। নাহলে সিবিআই দফতর ছাড়ব না। নিজাম প্যালেসে ঢোকার আগে তিনি বলেন, দলের গ্রেফতার হওয়ায় নেতাদের দেখতে এসেছেন।
প্রসঙ্গত, রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়ককে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে চাপ বেড়েছে রাজ্য সরকারের উপরে। উল্টে কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপরেও মমতা চাপ বাড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল।