আজ রাজ্যজুড়ে করোনা শৃঙ্খল ভাঙতে শুরু হয়েছে লকডাউন। যেখানে মানুষকে বাঁচাতে তৎপর প্রশাসন, সেখানে এই পরিস্থিতিতেও বেপরোয়া হয়ে উঠলেন উত্তরবঙ্গের বিজেপির তিন বিধায়ক। আর তাতেই বাড়ল বিড়ম্বনা। করোনা ভাইরাসের চেইন ভাঙতে এই লকডাউন ডাকা হয়েছে। সেখানে তা অমান্য করলেন তিন বিধায়ক। লকডাউনের প্রথমদিনে তাঁরা রাস্তায় ধর্ণায় বসে পড়লেন। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রেফতার করা হল বিজেপির সেই তিন বিধায়ককে। আর তার জেরেই লকডানের মধ্যেই তোলপাড় হল রাজ্য-রাজনীতি।
ঠিক কী ঘটেছে? রবিবাসরীয় সকালে শিলিগুড়ির হাসমি চকে ধর্ণায় বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন। লকডাউন আইন ভেঙে তাঁরা রাস্তায় প্রতিবাদ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বসে থাকায় পুলিশে খবর যায়। বিধায়কদের বক্তব্য, শিলিগুড়ি পৌরসভায় চেয়ারম্যান পদে রয়েছেন গৌতম দেব। নির্বাচনে হেরে গিয়ে কীভাবে মনোনীত হচ্ছেন? শিলিগুড়ির জয়ী জনপ্রতিনিধিদের সরকারি কোনও বৈঠকেও ডাকা হচ্ছে না। তবে পুলিশ এইসব শুনতে নারাজ। তাই লকডাউন ভাঙার আইনে এই তিন বিধায়ককে গ্রেফতার করেছে তাঁরা।
পুলিশ সূত্রে খবর, প্রথমে বিধায়কদের সঙ্গে কথা বলা হয়। করোনা পরিস্থিতিতে ধর্ণা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। জনপ্রতিনিধি হয়ে সরকারি নির্দেশ না মানলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে বলেও বোঝানো হয় তাঁদের। কিন্তু পুলিশের কোনো কথাই শুনতে চাননি বিজেপির এই ৩জন বিধায়ক। কার্যত নিজেদের অবস্থানেই অনড় থাকেন তাঁরা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই সেই তিন বিধায়ককে গ্রেফতার করে পুলিশ।