দেশে করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে কমছে বলেই গতকাল জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটা কমছে। পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। আর রবিবারের পরিসংখ্যান কেন্দ্রের সেই দাবিকেই যেন আরেকবার মান্যতা দিল। গত ২৪ ঘন্টায় আরও খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তুলনায় অনেকটাই বেশি করোনাজয়ীর সংখ্যা। সুস্থতার হার ৮৪.২ শতাংশ। সেটাও বেশ আশাপ্রদ।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর তিনদিন বড় আকারে কমল আক্রান্তের সংখ্যা। আপাতত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জন। এর মধ্যে শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি। চারদিন পর গতকালই দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নিচে নেমেছিল। কিন্তু আজ ফের তা ৪ হাজারের উপরে উঠে গেল।
পাশাপাশি স্বস্তির বাণীও শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় কমল ৫০ হাজারের বেশি। আপাতত অ্যাকটিভ কেস ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। করোনা রুখতে এখন টিকাকরণে জোর দিচ্ছে ভারত। পাশাপাশি করোনার শৃঙ্খল ভঙ্গ করতে বিভিন্ন রাজ্যে কড়া লকডাউনও চলছে। যেমন, আজ সকাল থেকেই বাংলায় আগামী ১৫ দিনের জন্য লকডাউন জারি করেছে রাজ্য সরকার।