জুন মাসে হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার বিকালে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক হওয়ার কথা ছিল। রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি। এর মধ্যে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় সময় পাওয়া যাচ্ছে না বলেই আপাতত স্থগিত রাখা হচ্ছে পরীক্ষা। পরবর্তী সময়ে নোটিফিকেশান জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে আশ্বস্ত করছেন মুখ্যসচিব।
এ দিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। জুন মাসে কোনও পরীক্ষা হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে পরে টাইম ফ্রেম করবেন। তারপর নোটিফিকেশন করবেন’।
মনে করা হচ্ছে, এই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নিতে পারবে না শিক্ষা দফতর।
আগামী সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দায়িত্ব নেবেন। তিনি এইদিন জরুরি বৈঠকও করবেন পর্ষদ এবং সংসদের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত হবে পরীক্ষা হলেও তা কী ভাবে হবে।