আসন্ন টোকিয়ো অলিপিক্সির আগে করোনার জেরে মারাত্মক সমস্যার মুখে পড়েছে জাপান। এই পরিস্থিতিতে জাপানের সাধারণ মানুষও ক্ষুব্ধ। অলিম্পিক্স বন্ধ করার দাবি জানিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ হলফনামা জমা পড়েছে।
উল্লেখ্য, টোকিয়োর প্রাক্তন গভর্নর পদপ্রার্থী ও আইনজীবী কেনজি আটসোনোমিয়া প্রচার শুরু করেছেন। তাঁর দাবি, “বন্ধ করা হোক টোকিয়ো অলিম্পিক্স।” প্রায় ৩ লক্ষ ৫১ হাজার মানুষ সই করেছেন এই আবেদনে। সেই হলফনামা ইতিমধ্যেই অলিম্পিক্স আয়োজকদের হাতে তুলেও দিয়েছেন তিনি। যথারীতি বড় প্রশ্নের মুখে টোকিয়ো অলিম্পিক্স।