ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মৃত্যু মিছিলের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে। কোথাও মৃতদেহের স্তূপ তো কোথাও গণচিতার জ্বলন্ত দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে যোগীরাজ্যের ছবিটা। সেখানে কোথাও গঙ্গা দিয়ে বয়ে আসছে লাশের পর লাশ, তো কোথাও বালিতে পোঁতা দেহ। হ্যাঁ, করোনার সৌজন্যে এমনই বীভৎস এক পরিস্থিতির মুখোমুখি উত্তরপ্রদেশ। বেশ কিছুদিন ধরেই সেখানে গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের বলে মনে করা হচ্ছে। আবার গঙ্গার পারেও মিলেছে প্রচুর কবর। যাতে রয়েছে প্লাস্টিকে মোড়ানো শবদেহ। বালিচাপা দেওয়া এই দেহগুলিও করোনা আক্রান্তদের বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের উন্নাওতেই মিলেছে ৮০০টি কবর।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের যে ২৭ জেলা দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে, সেখানে নদীর তীরে করোনা আক্রান্তদের দেহ কবর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২০০০ কবর মিলেছে। উত্তরপ্রদেশে উন্নাও ছাড়া বিজনৌর, মেরঠ, মুজফ্ফরনগর, বুলন্দশহর, হাপুর, আলিগড়, বদায়ুঁ, শাহজাহানপুর, কনৌজ, কানপুর, রায়বরেলী, ফতেপুর, প্রয়াগরাজ, প্রতাপগর, মির্জাপুর, বারাণসী, গাজিপুর, বালিয়াতে এই হৃদয়বিদারক চিত্র দেখা গিয়েছে। এর মধ্যে উন্নাওয়ের শুক্লাগঞ্জ ও বক্সার ঘাঁটে মিলেছে ৮০০-রও বেশি কবর। এছাড়া কনৌজের মহাদেবী গঙ্গাঘাটের কাছে ৩৫০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কানপুরের শেরেশ্বর ঘাটে মাটিচাপা দেওয়া হয়েছে ৪০০-র বেশি মৃতদেহ। অনেক জায়গাতেই দেহর উপর থেকে সরে গিয়েছে মাটি। গাজিপুরে গঙ্গার তীরে ২৮০টির বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে।