কলকাতার মাছ বাজারে এখন ক্রেতারা দারুণ সতর্ক৷ উত্তরপ্রদেশ কিম্বা মধ্যপ্রদেশের মাছ কিনতে চাইছে না তারা৷ আর এই পরিস্থিতির জেরে কলকাতার মৎস্য ব্যবসায়ীরাও এই মাছ কিনছেন না৷ উত্তর প্রদেশ, বিহারে গত কয়েকদিন শয়ে শয়ে মতদেহ ভেসে এসেছে৷ যা কিনা অনেকাংশেই বিশ্বাস করা হচ্ছে করোনা আক্রান্তদের৷ আর মধ্যপ্রদেশের নদীতেও পাওয়া গেছে করোনা আক্রান্তদের দেহ ভাসতে৷ তাই এই নদীগুলির মাছ খেতে চাইছে না বাংলার মাছপ্রেমীরা৷
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি কলকাতায় রোজ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে তিন থেকে চার টন মাছ আসবে৷ এছাড়াও গুজরাত ও অন্ধ্রপ্রদেশ থেকেও প্রচুর মাছ আসে৷ আর এর জন্য আগামী কিছু বাংলা বাজারে মাছের যোগানে ঘাটতি থাকবে৷
করোনা নিয়ে একাধিক ধরণের খবরের জেরে মানুষের মধ্যে আতঙ্ক চলছেই৷ অনেক মানুষ এখন নির্ভয়ে মাছ কিনতেও পারছে না৷ এক খরিদ্দার জানান, মাছ ছাড়া একদিনও খাবেন ভাবতে পারেন না৷ কিন্তু নদীতে করোনা আক্রান্তদের লাশ ভাসার খবরে সকলের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে৷ মৎস্য রিসার্চ ইনসটিটিউট -র বৈজ্ঞানিক রঞ্জন কুমার মনন জানিয়েছেন মানুষ এই বিষয়গুলি সহজে ভোলে না৷ তাই মৎস্য ব্যবসায় বড় প্রভাব পড়েছে৷
উল্লেখ্য নদিতে ভাসতে থাকা একের পর এক মৃতদেহ দেখে আতঙ্ক চরমে৷ একাধিক দেহ ভাসতে শুরু করেছে৷ এরমধ্যা রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছে৷ নদিতে পাওয়া লাশগুলির বিষয়ে তদন্ত হচ্ছে৷ এই ঘটনা কী করে হল তা খতিয়ে দেখা হচ্ছে৷