ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মৃত্যু মিছিলের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে। কোথাও মৃতদেহের স্তূপ তো কোথাও গণচিতার জ্বলন্ত দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে যোগীরাজ্যের ছবিটা। সেখানে কোথাও গঙ্গা দিয়ে বয়ে আসছে লাশের পর লাশ, তো কোথাও বালিতে পোঁতা দেহ। হ্যাঁ, করোনার সৌজন্যে এমনই বীভৎস এক পরিস্থিতির মুখোমুখি উত্তরপ্রদেশ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাড় জিরজিরে দশা আরও একবার স্পষ্ট এ বিপর্যয়ে। দেশের নানা প্রান্তে উঠেছে সমালোচনার ঝড়, সেই সঙ্গে ছড়িয়েছে আতঙ্কও। এবার গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়া নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের তরফে নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকার এবং বিহার সরকারকেও।
বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, গঙ্গায় যে এত দেহ ভাসছে, তার মোকাবিলায় সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে উত্তরপ্রদেশ ও নীতিশ কুমারের সরকারের মুখ্যসচিবকে। এ বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি মোদী সরকারের জলশক্তি মন্ত্রককেও নোটিস পাঠানো হয়েছে। মানবাধিকার কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলার দায়িত্ব মোটেই পালন করেনি তারা। পাশাপাশি নেই কোনও নজরদারিও। কোভিড হোক বা না হোক, কোনও মৃতদেহই যে দাহ না করে বা অর্ধদগ্ধ অবস্থায় নদীতে ভাসিয়ে দিতে নেই, সেই বিষয়ে মানুষকে বার্তা দেওয়া যায়নি।