দেশজুড়ে প্রতিনিয়তই বাড়ছে করোনার প্রকোপ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুমিছিল। তবু এখনও বেশ কিছু মানুষ নিয়মকানুন মানছেন না। এ অবস্থায় তাঁদের সচেতন করতে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। একের পর এক মজার টুইট করে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি টুইটের সঙ্গেই রয়েছে ক্রিকেটের যোগাযোগ। তার সঙ্গে দলের ক্রিকেটারদের ছবি কার্টুনের সাহায্যে ব্যবহার করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
প্রসঙ্গত, কোনও টুইটে যেমন বলা হয়েছে, “নিখুঁত ভাবে ফিল্ডিং সাজিয়ে করোনাকে আউট করে দিন।” আবার কোনও টুইটে বলা হয়েছে, “সুযোগ পেলেই শট মারার কথা ভুলবেন না। টিকা নিন।” একটি টুইটে প্যাট কামিন্সের ছবি দিয়ে লেখা হয়েছে, “করোনা কিন্তু আপনার কাছে ১৫০ কিমিরও বেশি গতিবেগে আসে। সতর্ক থাকুন।” বলা বাহুল্যই, প্রতিটি টুইটই সমর্থক ও নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত কেকেআরের চার জন করোনা সংক্রমিত হয়েছেন। প্রথম করোনা ধরা পড়ে বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের।