চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবার ইংল্যান্ডের দুই দল উঠেছে। তাই বিকল্প হিসেবে সে দেশেরই ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের কথা ভাবা হলেও ব্রিটেনের কড়া নিয়মকানুনের জন্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হল পর্তুগালে। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। যার ফলে ইস্তানবুল থেকে ফাইনাল সরে গেল পোর্তোয়।
প্রথমে ঠিক ছিল ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে ফাইনাল হবে। কিন্তু ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশগুলির মধ্যে তুরস্ক থাকায় সেখান থেকে ফাইনাল সরিয়ে আনার কথা ভাবা হয়। এরপরই আলোচনায় নাম উঠে আসে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের। কিন্তু ব্রিটেনের নিভৃতবাস-সহ একাধিক কড়া নিয়মের কারণে বিদেশি সমর্থক এবং সাংবাদিকদের খেলা দেখতে আসা নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছিল।
যার ফলে শেষ পর্যন্ত ফাইনাল অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নেয় উয়েফা। আগামী ১৭ মে ব্রিটেনের সবুজ তালিকাভুক্ত দেশের অন্তর্গত হচ্ছে পর্তুগাল। ফলে ২৯ মে-র ফাইনাল দেখতে যাওয়া নিয়ে সমর্থকদের চিন্তা নেই। উয়েফা জানিয়েছে, ম্যাঞ্চেস্টার সিটি এবং চেলসি, দু’দলকেই ৬০০০ করে টিকিট দেওয়া হবে। গতকাল থেকেই যার বিক্রি শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, একই দেশের দুই সেরা দলের মধ্যে খেতাব জয়ের লড়াই বেশ হাড্ডাহাড্ডিই হবে।