বেফাঁস ও হাস্যকর মন্তব্য করতে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই তালিকায় নয়া সংযোজন ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নাম। মানুষের মতোই করোনাও একটি প্রাণী। ওরও বাঁচার অধিকার আছে– এবার এমনই মন্তব্য করে বসলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যে ভাইরাসের দাপটে দেশে রোজ কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণ যাচ্ছে হাজারো মানুষের, সারা বিশ্ব যাকে নিয়ে সন্ত্রস্ত, তার বাঁচার চিন্তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই উদ্বেগের খবর জানার পরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অনেকেই বলছেন, সারা দেশের মানুষের কথা না ভেবে ভাইরাসের পক্ষ নিচ্ছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত! এত অমানবিক কী করে হতে পারেন তিনি! কেউ আবার তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
দেরাদুনের একটি সাংবাদিক বৈঠকে ত্রিবেন্দ্র বলেন, ‘একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কিন্তু মানুষের মতোই করোনারও প্রাণ আছে। আমাদের মতো ওরাও বাঁচতে চায়। কিন্তু আমরা ওর পিছনে পড়ে রয়েছি। আর এই কারণেই করোনা বারবার রূপ বদলাচ্ছে। ওকে বাঁচার অধিকার দিতে হবে।’ ভারতে যখন দৈনিক সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন, রোজই মৃতের সংখ্যা নতুন নতুন রেকর্ড ভাঙছে। গঙ্গায় লাশ বয়ে যাচ্ছে, তখন ত্রিবেন্দ্র সিংয়ের এই মন্তব্য অত্যন্ত নেতিবাচক বলে মনে করছেন সকলেই। নেটিজেনদের তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। একজন যেমন মন্তব্য করেছেন, করোনাকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া হোক। ত্রিবেন্দ্রর মন্তব্য নিয়ে এখন এমনই সব মন্তব্য ধেয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়।