ঈদ উপলক্ষ্যে এবার বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বিশেষ আয়োজন করল রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আজ শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ বাড়িতে বসেই স্পেশাল মেনুর অর্ডার দিতে পারবেন সাধারণ মানুষ। পঞ্চায়েত দপ্তরের আওতায় থাকা ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন এই দায়িত্ব নিয়েছে। তাদের দাবি, করোনাকালে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সব গ্রাহক সুরক্ষিত থাকেন।
কর্পোরেশনের প্রধান কর্তা সৌম্যজিৎ দাস জানিয়েছেন, “আমরা এবার প্রোটিন যুক্ত খাবারের উপর বেশি জোর দিয়েছি। তাই অভিনবত্ব থাকছে মেনুতে। থাকছে মালাই কাবাব। চার পিসের দাম ১০০ টাকা। এর পাশাপাশি চিকেন বিরিয়ানি, চিকেন চাপ এবং সেমাইয়ের পায়েসের কম্বো প্যাকের দাম ৩২৫ টাকা। ল্যাম্ব বিরিয়ানি, চিকেন চাপ ও সেমাইয়ের পায়েসের প্লেটের দাম ৪০০ টাকা। একই দামে পাওয়া যাবে ডাক বিরিয়ানি, চাপ ও সেমাইও। কড়কনাথ চিকেন বিরিয়ানি হলে তার দাম ৩৫০ টাকা।” কর্পোরেশনের বিপণন বিভাগের কর্ত্রী স্বাগতা রায় বলেন, “আমরা কলকাতায় শুধু যে হোম ডেলিভারির ব্যবস্থা করেছি, তা নয়। যাঁরা হোম আইসোলেশন বা সেফ হোমে আছেন, তাঁরাও আমাদের কর্পোরেশনের ওয়েবসাইট বা হোয়াটস অ্যাপ নম্বর ৯১৬৩১২৩৫৫৬-তে অর্ডার দিতে পারবেন। আমরা অত্যন্ত যত্নের সঙ্গে তা গ্রাহকদের কাছে পোঁছে দেব।”