‘ওদের বুঝতে হবে যে ভাবমূর্তি রক্ষা করা ছাড়াও জীবনে অনেক কাজ আছে।’ মোদী সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা অনুপম খের। তাঁর সাফ কথা, ‘ব্যর্থতা’র দায় নেওয়া উচিত সরকারের।
‘হিল ইন্ডিয়া’ প্রকল্প শুরু করেছেন অভিনেতা অনুপম খের। গুরুতর কোভিড রোগীদের ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা করছে তাঁর দল। সে বিষয়ে একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় একথা বলেন অনুপম খের।
অনুপম বললেন, ‘মানুষের রেগে যাওয়া স্বাভাবিক। সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো স্বাভাবিক।’
গঙ্গ-যমুনায় শব ভেসে যাচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের পরিবার কাতর আর্তি জানাচ্ছে হাসপাতালের শয্যার জন্য, শয্যা পেলেও অমিল অক্সিজেন – এই সব দৃশ্য ভুলতে পারছেন না অভিনেতা।
তাঁর পরামর্শ, ‘মানুষ যে জন্য এই সরকারকে বেছে নিয়েছে, সেই কাজ করার সময় এসে গিয়েছে। যা যা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, তাতে যদি কেউ প্রভাবিত না হয়, তা হলে সে অমানবিক।’ তাঁর মতে, যদি অন্য কোনও রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নিজেদের লাভ খোঁজে, সেটাও অত্যন্ত নিন্দনীয়।