দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। এই পরিস্থিতিতে চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে অক্সিজেনের জন্য। সর্বত্রই দেখা দিচ্ছে অক্সিজেন সংকট।
আবার এই সুযোগে দেশের নানা প্রান্তে সক্রিয় হয়েছে উঠেছে অক্সিজেনের কালোবাজারি চক্র। এমতাবস্থায় গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর ঘোষণা করেছে হাসপাতালগুলিতে যাতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয়, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে থাকবেন এডিএইচএস দেবাশীষ হালদার। এছাড়াও থাকবেন, রাঘবেশ মজুমদার, অধ্যাপিকা অদিতি চৌধুরি, অধ্যাপক দেবপ্রিয় সমাদ্দার এবং প্রবীর ঘোষ। এই বিশেষ কমিটির প্রতিনিধিরা কোভিড হাসপাতালগুলি ঘুরে দেখবেন। অক্সিজেন সরবরাহ ঠিক মতো হচ্ছে কী না, বা অন্যান্য যন্ত্রাদির চাহিদা আছে কী না তা জেনে স্বাস্থ্য দফতরকে রিপোর্ট করবেন।