দেশ তথা বিশ্বের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন র্যাঙ্কিংয়ে এই প্রতিষ্ঠানের নাম তালিকায় বেশ ওপরের দিকেই থাকে। দেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম এই খড়গপুর আইআইটি। আর সেই প্রতিষ্ঠানেই কিনা অনলাইন ক্লাস চলাকালীন একজন তফশিলি ছাত্রকে উদ্দেশ্য করে অবনাননাকর মন্তব্য করলেন এক শিক্ষিকা। এদিকে সেই ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়। এরপরই শোরগোল পড়ে আইআইটির অন্দরে।
তথ্য অনুসন্ধানের জন্য তড়িঘড়ি তৈরি হয় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এরপরই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ওই অধ্যাপিকা সাসপেন্ড থাকবেন, এমন কথাও বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে। ঠিক কী হয়েছিল ওই অনলাইন ক্লাসে? সূত্রের খবর, গত মঙ্গলবার অনলাইনেই ক্লাস চলছিল। সেইসময় ওই অধ্যাপিকা দলিত বিরোধী মন্তব্য করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, ক্লাসে সেই সময় ১২৮জন পড়ুয়া উপস্থিত ছিলেন। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগে তাঁদের ২০’র মধ্যে ০ দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এমনকী অনলাইন ক্লাসে তিনি ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে স্লোগান দেন বলেও অভিযোগ। আর এসব নিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রক, কিংবা তফশিলি জাতি-জনজাতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে নালিশ করে কোনও লাভ হবে না বলেও তিনি পড়ুয়াদের হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। এদিকে বোম্বে আইআইটির পড়ুয়াদের একটি গোষ্ঠী গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এতে আরও অস্বস্তিতে পড়ে কর্তৃপক্ষ।