টিকা নেওয়া উচিৎ কিনা তাই নিয়ে জনসাধারণের মধ্যে সংশয় তৈরি করছেন শশী থারুর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই অভিযোগ তুলেছিলেন মোদী সরকারের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী। এবার মুখ খুলে তারই পাল্টা দিলেন কংগ্রেস সাংসদ।
প্রসঙ্গত, করোনা ভ্যাকসিনের দ্রুত ট্রায়াল ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে গত জানুয়ারি মাসে কয়েকটি টুইট করেছিলেন থারুর। তারই স্ক্রিনশটও পোস্ট করে তাঁকে আক্রমণ করেন মোদীর মন্ত্রী। তারই পালটা টুইটে থারুরের প্রশ্ন, ‘কংগ্রেসের টুইটের জন্যই কি ভ্যাকসিনের ঘাটতি দেখা দিয়েছে?’
শুধু তাই নয়, থারুর প্রশ্ন করেন, ‘বিজেপি সরকার কবে অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের ভুল স্বীকার করবে? নিজের ভুল নীতির দায় কতদিন বিরোধীদের ঘাড়ে চাপাবে?’ এর পাশাপাশি, করোনা ভ্যাকসিনের দাম নিয়েও প্রশ্ন তোলের কংগ্রেস সাংসদ। কেন্দ্র ও রাজ্যকে কেন আলাদা আলাদা দামে করোনা টিকা কিনতে হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।