ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিল। চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে বেড, অক্সিজেন এবং ভ্যাকসিনের জন্য। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান বলরাম ভার্গভ। দেশে বাড়তে থাকা অতিমারি সামাল দিতে, বেশি সংক্রমিত জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করলেন তিনি।
একটি সাক্ষাৎকারে ডাক্তার ভার্গভ বলেন, ‘দেশের ৭১৮টি জেলার চার ভাগের তিন ভাগ অংশেই করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। যার মধ্যে রয়েছে নয়াদিল্লী, মুম্বই, বেঙ্গালুরু। দেশের যে জেলাগুলিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেই জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ লকডাউন জারি রাখা প্রয়োজন। সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে।’
লকডাউনের কথা বলতে গিয়ে দিল্লীর প্রসঙ্গ টানেন ভার্গভ। তিনি জানান, একটা সময় দিল্লীতে সংক্রমণের হার ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। যদিও এখন তা কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। তাঁর মতে, ‘যদি এই মুহূর্তে দিল্লীতে লকডাউন তুলে দেওয়া হয়, তার ফলাফল হবে মারাত্মক।’ উল্লেখ্য, ভার্গভই হলেন প্রথম সরকারি উচ্চপদস্থ আধিকারিক, যিনি দেশে আরেক দফা লম্বা লকডাউনের কথা বললেন।