সারা সপ্তাহ জুড়েই তুমুল ঝড়-বৃষ্টির দাপট দেখল বাংলা। ক্ষয়ক্ষতি হয়েছেই। তবে বৈশাখের তীব্র দাবদাহের হাত থেকে সাময়িক নিস্তার মিলেছিল। এর মাঝেই হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যবাসীর স্বস্তি উধাও হতে পারে। কারণ, শুক্রবার থেকেই বাড়তে তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তার জেরে শুক্রবার থেকেই রাজ্যের তাপমাত্রা বাড়তে পারে। শুষ্ক গরমের দাপটে সপ্তাহের শেষে কলকাতার পারদ ছুঁতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জ্যৈষ্ঠের শুরুতেই বাংলায় ফের থাবা বসাতে চলেছে গরম। যদিও আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওয়ার অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
পাশপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বজ্রগর্ভ মেঘের কারণে সপ্তাহভর বৃষ্টিতে ভেসেছে বাংলা। দাপট দেখিয়েছে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও হয়েছে বর্ষণ। নিম্নচাপ অক্ষরেখাটি এখনও সক্রিয়। ফলে আজও একইরকমভাবে আকাশ মেঘলা থাকতে পারে। সন্ধ্যার দিকে ফের একপ্রস্থ ঝড়বৃষ্টি হতে পারে। কিন্তু পরিস্থিতি বদলাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। চড়চড়িয়ে বাড়তে পারে তাপমাত্রা। মে মাসের অর্ধেক ও জন মাস জুড়ে দাপট দেখাবে গরম। রাজ্যে বর্ষা ঢুতে পারে জুনের শেষে, জানিয়েছে হাওয়া অফিস।