দেশজুড়ে অব্যাহত অক্সিজেনের আকাল। অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীদের প্রাণ যাচ্ছে এ দেশে। মাত্র ৫ মিনিটের জন্য অক্সিজেন ছিল না। তাতেই ১১ জন কোভিড রোগীর মৃত্যু হল তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে। একই চিত্র দেশের আরও বিভিন্ন জায়গায়। করোনা রোগীদের জন্য দেশে অক্সিজেন সরবরাহ করতে এবার পদক্ষেপ নিলেন অভিনেতা সোনু সুদ। সুদূর ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনার বন্দোবস্ত করলেন তিনি।
সোনুর প্রকাশ করা বিবৃতি থেকে জানা গিয়েছে, শুরুতে অন্তত ৪টি প্ল্যান্ট আনা হবে। মহারাষ্ট্র এবং দিল্লির মতো সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে বসানো হবে এই প্ল্যান্ট। প্রথম প্ল্যান্ট আগামী ১০-১২ দিনের মধ্যেই দেশে ঢুকবে। তাঁর কথায়, “সময় এখন সব থেকে বেশি দামি। আমি এবং আমার দল মিলে খুব চেষ্টা করছি যাতে অক্সিজেন প্ল্যান্টগুলি তাড়াতাড়ি এ দেশে পৌঁছায়। আর কত মানুষ মরবে!” সোনু সুদ জানিয়েছেন, এই প্ল্যান্টগুলি কেবল যে হাসপাতালগুলিতে অক্সিজেনের সরবরাহ করবে, তাই নয়, অক্সিজেন সিলিন্ডার আর ফাঁকা পড়ে থাকবে না। এর ফলে অনেক রোগীর প্রাণ বাঁচতে পারে।