আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডে পাড়ি দেবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে মুম্বইতে কঠোর নিভৃতবাসের আয়োজন করেছে বিসিসিআই। বলা হয়েছে, সেখানে থাকার সময় করোনা আক্রান্ত হলে সেই ক্রিকেটারকে বাদ দিয়েই ইংল্যান্ড যাবে ভারতীয় দল। সূত্রের খবর, আগামী ২ জুন ইংল্যান্ডের বিমানে ওঠার কথা বিরাট-রোহিতদের। তার আগে ৮ দিনের জন্য কঠোর নিভৃতবাসে থাকতে হবে মুম্বইয়ে। সেই সময় করোনা আক্রান্ত হলে এমনই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।
ইংল্যান্ড সফরে কোহলিদের সঙ্গে থাকছেন তাঁদের পরিবারও। মুম্বই পৌঁছলেই করোনা পরীক্ষা করা হবে সকলের। বোর্ডের এক কর্তা বলেন, “ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে মুম্বইয়ে নিভৃতবাসে থাকাকালীন করোনা আক্রান্ত হলে ইংল্যান্ড সফরে বাদ পড়বেন তিনি। এরজন্য পরে বোর্ড কোনও রকম ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না।”
উল্লেখ্য, আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে। করোনা আবহে এই লম্বা সফরের আগে সব রকমের প্রস্তুতিই নিয়ে রাখছে ভারতীয় বোর্ড। ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করতে হয়েছে। তাই ইংল্যান্ড সফরের আগে চরম সতর্কতা অবলম্বনের পথেই হাঁটছে বিসিসিআই।