ভুয়ো প্রচার করতে গিয়ে ফের মুখ পুড়ল বিজেপির। সম্প্রতি টুইটারে গেরুয়াশিবিরের নেতারা একটা খবর শেয়ার করে টুইটের বন্যা বইয়ে দিচ্ছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৮৫ শতাংশ করোনা রোগীই বাড়িতেই সুস্থ হয়ে যাচ্ছেন। মাত্র ৫ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। নরেন্দ্র মোদী করোনার হাত থেকে দেশকে বাঁচাতে অনেক পরিশ্রম করছেন। বিজেপি নেতারা এই প্রতিবেদনটি শেয়ার করে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, বিরোধীদেরও কটাক্ষ করছেন তারা।
এবার আসা যাক সত্যতায়। যে ওয়েবসাইটের আর্টিকেল শেয়ার করা হয়েছে তার নাম দ্য ডেইলি গার্ডিয়ান। যা খানিকটা যুক্তরাজ্যের সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানের মতো শুনতে। কিন্তু দুটি আলাদা ওয়েবসাইট। এটি উত্তরপ্রদেশে অবস্থিত একটি সংস্থা। আর এই টুইটার হ্যান্ডেলটি আগের বছরই খোলা হয়। গতকালই ভারতের কোভিড পরিস্থিতির সমালোচনা করে দ্য গার্ডিয়ানে বেশ কিছু আর্টিকেল প্রকাশিত হয়। বোঝাই যাচ্ছে বিদেশি সংবাদমাধ্যমে ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে যে সমালোচনা করা হচ্ছে সেটিকে নস্যাৎ করতেই বিজেপি আইটি সেল একটি অনামী ওয়েবসাইটের মাধ্যমে মোদীর হয়ে ভুয়ো প্রচার চালাচ্ছে।