বর্তমানে যখন দেশজুড়ে অক্সিজেনের হাহাকার, এরই মধ্যেই সেই অক্সিজেন নিয়েই বেফাঁস মন্তব্য করলেন যোগগুরু রামদেব বাবা। তাঁর এই মন্তব্য দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, এমনই অভিযোগ আনলেন টলিউড তথা বলিউড কাঁপানো অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে যিনি ধরা দিয়েছেন জাতীয় স্তরের শিল্প সংস্কৃতি জগতে, সেই বোল্ড অ্যান্ড বিউটিফুল স্বস্তিকা বরাবরই ঠোঁটকাটা। সোজা সাপ্টা বক্তব্য মুখের ওপরেই বলে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সারাদেশের মানুষ যখন অক্সিজেন জোগাড় করতে ব্যস্ত, করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধারা সামিল হয়েছেন তখনই বাবা রামদেব বলেন, “ভগবান এই বিশ্বে তৈরি করে দিয়েছেন অক্সিজেন। তাহলে আপনারা কেন বাইরে অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন?” এই কথারই ঘোর বিরোধিতা করেন স্বস্তিকা। যেখানে মানুষ বিজ্ঞানকে ভিত্তি করে যুদ্ধ জিততে বদ্ধপরিকর, সেখানে এমন অবৈজ্ঞানিক কথা মানুষকে এই বিপদের মুহূর্তে আরও বেশি বিভ্রান্ত করবে বলে মনে করেছেন অভিনেত্রী। তিনি টুইট করে জানান যে, “সাধারণ মানুষকে এইসব ভুল বোঝাছেন! এটা কি অন্যায় নয়? কেন কোনওরকম অ্যাকশন নেওয়া হচ্ছে না?”
এর আগেও স্বস্তিকা নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের জীবন যাপন, বিশ্বাসকে তিনি বারবার প্রাধান্য দিয়েছেন। ট্রোলার মুখের ওপরে দিয়েছেন জবাব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একসময় মেয়েদের বারমুডা পরা নিয়ে যে মন্তব্য করেছিলেন, ২ মে তার উত্তর দিয়ে তিনি লেখেন, ‘পরবো না আমরা বারমুডা!’ আবার নিজের সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি কয়েকটি পোস্ট করার জন্যও ট্রোলড হন স্বস্তিকা।