বহুদিন ধরে গুমোট হয়ে থাকা পাকিস্তান ক্রিকেট দলে এখন যেন বসন্তের হাওয়া। ঝিমিয়ে পড়া দলটাই এখন ঠিক অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে। দক্ষিণ আফ্রিকার পর এবার জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ জিতলেন বাবর আজমরা। সেই সঙ্গে রেকর্ড গড়লেন বাবর নিজেও। অধিনায়ক হিসেবে প্রথম ৪ টেস্টেই জয় পেলেন তিনি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথম কোনও ক্রিকেটার এই কীর্তি গড়লেন।
বছরের শুরুতে নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট এবং টি-২০ সিরিজে হারিয়ে দেয় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়েও টি-২০ এবং একদিনের সিরিজ জেতেন বাবররা। আর এবার জিম্বাবোয়ে সফরে গিয়েও টি-২০ এবং টেস্ট সিরিজ জিতে নিলেন তাঁরা। এই নিয়ে টানা ৬টা সিরিজ জয় করল পাকিস্তান। এবার আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলবে পাকিস্তান।
উল্লেখ্য, এর আগে এভাবে পাকিস্তানের টানা সিরিজ জয়ের ঘটনা ঘটেছে ৬ বার। ২০১১-১২ সালে টানা ১৩টি সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০১৫-১৬ সালে পরপর ৯টি সিরিজ যেতে তারা। টানা ৮টি সিরিজে জয় আসে ২০০১-০২ সালে। ১৯৯৩-৯৪ এবং ২০১৭-১৮ সালে টানা ৬টি সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার বাবরের অধিনায়কত্বে প্রথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। তারপরেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো টেস্টে জয় পায় তারা। অধিনায়ক হওয়ার পর টানা ৪ ম্যাচে জয় পেয়ে খুশি বাবর নিজেও।