গতকাল ছিল পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। করোনা আবহে ছোট করে হলেও রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে রবি স্মরণ। কাল সকালেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী। কিন্তু তাল কাটল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্টে।
গতকাল নিজের সামাজিক মাধ্যমের পেজে দিলীপ ঘোষ রবীন্দ্রনাথকে নিয়ে একটি পোস্ট করেন। তাতে ‘সংকোচের বিহ্বলতা’ গানের একটি লাইন উদ্ধৃত করেন তিনি। যদিও সেখানেও একটি শব্দ ভুল লেখেন তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকরা। রবীন্দ্রনাথের অপমান মেনে নিতে পারেননি তারা। এই ভুল ইচ্ছাকৃত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে।
শেষমেশ সোশ্যাল মাধ্যমে চরম কটাক্ষের শিকার হয়ে চাপে পড়ে পোস্টের লেখাটি বদল করেন দিলীপ। কিন্তু এরপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলা সংস্কৃতিকে অপমান বিজেপি আগেও বহুবার করেছে। স্বয়ং দিলীপ ঘোষ বলেছিলেন বর্ণপরিচয় রবি ঠাকুরের লেখা। অমিত শাহ বলেছিলেন শান্তিনিকেতনে জন্ম রবীন্দ্রনাথের। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির বিরুদ্ধে বহিরাগতর তকমা লাগিয়েছিলেন, তারা যে বাংলার রীতি-নীতি, সংস্কৃতি কিছুই জানে না বলে অভিযোগ করেছিলেন, সেটাই আবার প্রমাণ হল।