বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টলিগঞ্জের পরাজিত বিজেপি প্রার্থীর। ভোট প্রচারে গিয়ে কোভিডবিধি ভঙ্গের অভিযোগে এবার এফআইআর দায়ের হল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। আর তার ভিত্তিতে ইতিমধ্যেই তাঁকে হাড়োয়া থানায় ডেকে পাঠানো হল। আগামী তিনদিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি সাংসদকে।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হাড়োয়ায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। করোনা কালে অনুমতি ছাড়া রোড শো করে কেন্দ্রীয় মন্ত্রী স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছেন বলে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের হয় গত ১৪ এপ্রিল। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার চিঠি পাঠানো হল বাবুলকে। হাড়োয়া থানা সাব ইন্সপেক্টর দেবেন মণ্ডল চিঠি পাঠিয়ে তাঁকে তলব করেন।
জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আগামী তিনদিনের মধ্যে বাবুলকে হাড়োয়া থানায় উপস্থিত হতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখার পর পুলিশ মনে করছে, তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই তদন্তের স্বার্থে বাবুল যেন থানায় আসেন।