আজ সকালে রাজভবনে শপথ নিয়েছেন রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে অনেক নতুন মুখ জায়গা পেলেও ঠাঁই হয়নি মমতার পুরনো সৈনিক মদন মিত্রের। ২০২১-র ভোটে কামারহাটি পুনরুদ্ধার করলেও মন্ত্রিত্ব ফিরে পাওয়া হল না তাঁর। কিন্তু তাতে হাল ছাড়ার বান্দা নন তিনি। বরং রাজ্যের মন্ত্রিত্ব না পেলেও মন্ত্রিসভা যখন শপথ নিচ্ছেজ তখনও তিনি নিজেকে ব্যস্ত রাখলেন জনসেবায়। কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের করোনা হাসপাতালে গিয়ে বিপন্ন মানুষের অভাব অভিযোগ শুনলেন তিনি।
বিধানসভা নির্বাচনে জয়ের পেয়েই নিজের পুরনো ঘাঁটি সাগর দত্ত মেডিক্যাল পুনরুদ্ধারে মন দিয়েছেন মদন। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অগ্রাহ্য করে প্রায় রোজই সেখানে হাজিরা দিচ্ছেন। কথা বলছেন, চিকিৎসক-নার্স ও রোগীর আত্মীয়দের সঙ্গে। সেখানে সকলের অভাব অভিযোগ শুনে সুরাহা করার ব্যবস্থা করলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদনবাবু বলেন, “এই হামপাতালে ৩০০ বেড। তাও কুলানো যাচ্ছে না। কোনও বেড খালি নেই। তবু সাধ্যমতো চেষ্টা করছেন সেখানকার চিকিৎসকরা। ১৮-২০ ঘণ্টা কাজ করছেন তাঁরা।”
উল্লেখ্য, সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ায় জেলে বসে ২০১৬ সালের নির্বাচনে লড়েন তিনি। কিন্তু বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে হার হয় তাঁর। তবে ভোটের হারলেও সেই এলাকার মানুষের বিপদে-আপদে সর্বদা এগিয়ে গিয়েছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। ফলে তার ওপর ফের একবার ভরসা রেখেছে জনতা। আর এবার সেই কামারহাটিতেই বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন মদন।