দেশজুড়ে অব্যাহত কোভিডের চোখরাঙানি। চলছে মৃত্যুমিছিল। রোজই কোনও না কোনও দুঃসংবাদ উড়ে আসছে। একের পর এক খ্যাতনামা ক্রীড়াব্যক্তিত্ব তাঁদের প্রিয়জনকে হারাচ্ছেন। সোমবার পীযূষ চাওলা হারালেন তাঁর বাবা প্রমোদ কুমার চাওলাকে। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে মর্মান্তিক সংবাদ জানান এই স্পিনার।
প্রসঙ্গত, সদ্য স্থগিত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাওলা। তার আগে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। তাঁর বাবা গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছিলেন। সোমবার দিল্লীর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ইনস্টাগ্রামে চাওলা লিখেছেন, “তোমায় ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবনের শক্তির অন্যতম ভরসাকে হারালাম।”
পীযূষকে সমবেদনা জানিয়েছেন ইরফান পাঠান। প্রাক্তন পেসার টুইটারে লিখেছেন, “আমার ভাল বন্ধু পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই। তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সঙ্গে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ কাকু খুবই ভাল মানুষ ছিলেন। কোভিড আর একটা জীবন কেড়ে নিল।”