১ বছর আগেই নিজের বাবাকে হারিয়েছেন এটিকে মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। আর এবার মাতৃহারা হলেন ভারতের অন্যতম সেরা এই গোলকিপার। সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অরিন্দমের মা। সোমবার সকালে তিনি প্রয়াত হন বলে জানা গিয়েছে। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন এটিকে মোহনবাগানের এক নম্বর গোলকিপার।
উল্লেখ্য, কিছু দিন আগেই অরিন্দমের মা কোভিড আক্রান্ত হন। সেই কারণেই তিনি এএফসি কাপে খেলতে যেতে পারবেন না বলে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছিলেন। তবে প্রায় দু’সপ্তাহ ধরে লড়াইয়ের পরও মাকে বাঁচাতে না পেরে মুষড়ে পড়েছেন অরিন্দম। সম্প্রতি সবুজ-মেরুনের প্রবীর দাস এবং শেখ সাহিলের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। শোনা যাচ্ছে, প্রবীরের পরিবারের অন্যরাও নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। আসলে এই মুহূর্তে বাংলা সহ গোটা ভারতেই করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। করোনার জেরেই এএফসি কাপ বাতিল হয়ে গিয়েছে। সব মিলিয়ে করোনা সংক্রমণের জেরে আতঙ্কিত গোটা বিশ্ব।
উল্লেখ্য, এই বছর অরিন্দম সবুজ-মেরুন জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। আইএসএলে ‘গোল্ডেন গ্লাভস’ও পেয়েছেন। তবে আইএসএল ফাইনালের দিন তাঁর পারফরম্যান্স নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। এমনকী ফাইনালে হারের জন্য নিজেকেই দায়ী করেছিলেন অরিন্দম। এর জেরে ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁকে। এবার মায়ের মৃত্যুর শোকে একেবারে বিপর্যস্ত হয়ে পড়লেন অরিন্দম।