এ যেন রথ দেখতে এসে কলা বেচা! এবার টিকা নিতে এসেই হয়ে যাবে সিনেমা দেখা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একমাসের মধ্যেই আস্ত প্রেক্ষাগৃহ পরিণত হবে টিকাকরণ কেন্দ্রে। প্রথমে চলবে সিনেমা। তারপর ভ্যাকসিন নিয়ে ঘরে ফেরা। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে খোদ কলকাতায়। নেপথ্যে প্রিয়া সিনেমা হল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের কর্ণধার অরিজৎ দত্ত ইতিমধ্যে তাঁর পরিকল্পনার বিষয়টি ফাঁস করেছেন।
অরিজিৎ জানান, নিজে ভ্যাকসিন নিতে গিয়ে তিনি বেজায় দুর্ভোগে পড়েন। বাইরে ঠা ঠা রোদ। আর মধ্যেই টিকা নিতে ভিড় করেছেন অনেক বৃদ্ধবৃদ্ধা। বসে অপেক্ষা করার সুযোগও নেই। ঠিক তখনই নিজের সিনেমা হলকে এই কাজে লাগানোর কথা চিন্তা করেন তিনি।
জানা গিয়েছে, পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিই বেসরকারি হাসপাতাল মেডিকার সঙ্গে অরিজিতের যোগাযোগ করিয়ে দেন। পরিকল্পনার কথা জানানোর পর প্রিয়ার মালিকের কথায় সায় দেয় মেডিকা কর্তৃপক্ষ। কিন্তু এক্ষুনি শুরু না করে দিনকয়েক অপেক্ষা করতে বলা হয়। মেডিকা সূত্রে খবর, হাতের ভ্যাকসিন ইতিমধ্যে ফুরিয়ে গেছে। ফের ভ্যাকসিন আসছে। তা হাতে এলেই প্রিয়া সিনেমার অন্দরে চালু হবে টিকাকরণ কর্মসূচী।
অভিজিতের বক্তব্য, আপাতত প্রেক্ষাগৃহের গ্রাউন্ড ফ্লোরটিকে ভ্যাকসিন দেওয়ার কাজে লাগানো হবে। অহেতুক লাইন দেওয়ার প্রয়োজন নেই। সিনেমা হলের ভেতরেই সকলে অপেক্ষা করতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত হলঘরে গরমে কষ্ট পেতেও হবে না। উপরি পাওনা ছবি দেখার সুযোগ। তারপর প্রত্যেকের নাম একে একে ডাকা হলে তাঁরা ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারেন। এক্ষেত্রে দর্শকদের থেকে অর্থ নেওয়া হবে বটে। কিন্তু সেটা নামমাত্র। সামান্য টাকার বিনিময়ে ভ্যাকসিন নেওয়া ও সিনেমা দেখা— দুইয়েরই সুযোগ রয়েছে।