করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে অক্সিজেনের অভাবে ধুঁকছে গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রত্যেকদিন ৭০০ টন অক্সিজেন দিল্লীকে দিতেই হবে- আজ কেন্দ্রের মোদী সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এদিনের মামলায় নির্দেশ দেওয়া হয়েছে, “যদি কিছু জনগণের থেকে লুকিয়ে না রাখার হয়, তাহলে ভারতবাসীর সামনে আনা হোক কীভাবে কেন্দ্র থেকে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে শীর্ষ আদালতকে অবমাননা করা হবে”।
এই মুহূর্তে দিল্লীতে কোভিড মোকাবিলার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অক্সিজেন। কেজরিওয়াল বারবার করে কেন্দ্রের কাছে অক্সিজেন পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতেরও। আজ সেই মামলারই রায় দিল সুপ্রিম কোর্ট। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেছেন, “যতটা অক্সিজেন ধার্য করা হয়েছে, তার অর্ধেক পাচ্ছে রাজধানী। কিন্তু, প্রতিবেশি রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি যেমন হরিয়ানা উত্তরপ্রদেশ, তারা সবার আগে সমস্ত সুবিধাটাই পাচ্ছে”। কেজরিওয়াল দিল্লীর জন্য দিনে ৭০০ টন অক্সিজেন চেয়েছিলেন। কারণ, দিল্লীতে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এই মর্মে কেন্দ্রকে কড়াভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “৭০০ টন অক্সিজেন দিতেই হবে দিল্লীকে”।