কোভিডের দাপটে মাঝপথেই আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তারপরেই যেতে হবে ইংল্যান্ডে। চার মাসের কঠিন সফর সেখানে অপেক্ষা করছে। তার আগে প্রত্যেক ক্রিকেটারকেই করোনার প্রতিষেধক নিতে হবে। জানা গিয়েছে, কোভ্যাক্সিন নয়, শুধু কোভিশিল্ড টিকাই নেবেন বিরাটরা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উপরে সবাইকে টিকা দেওয়ার নিয়ম চালু করায় ক্রিকেটারদের প্রত্যেকেই সেই আওতায় এসে গিয়েছেন। জানা গিয়েছিল, আইপিএলের মাঝেই তাঁদের টিকা দেওয়া হবে। কিন্তু প্রতিযোগিতা মাঝপথেই বন্ধ হওয়ায় এ বার স্থানীয় হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে কোহলি, রোহিতদের।
কেন কেবল কোভিশিল্ডই নিতে পারবেন ক্রিকেটাররা? বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “এটি অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি আবার ইংল্যান্ডের কোম্পানি। ফলে ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে তারা। এখানে অন্য কোনও টিকা নিলে সেটা কোনও কাজেই লাগবে না।” জানা গিয়েছে, ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কোহলীদের পক্ষে দ্বিতীয় ডোজ নেওয়া কার্যত অসম্ভব। তাই বিলেতে গিয়ে যাতে দ্বিতীয় ডোজ পান কোহলিরা, সেই চেষ্টা পুরোদমে করা হচ্ছে।