একুশের বিধানসভা নির্বাচনে তাঁদের দুজনের ওপর ভরসা রেখে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর ভরসার দাম দিয়ে দুজনেই বিপুল ভোটে জিতেছেন। স্বামী বেচারাম মান্না এর আগে বিধায়ক হলেও তাঁর চিকিৎসক স্ত্রী করবী এই প্রথমবার বিধায়ক হলেন। বিধানসভার ইতিহাসে এই প্রথম কোনও দম্পতি একসঙ্গে বিধায়ক হিসাবে শপথ নিলেন। বৃহস্পতিবার সে দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা।
নীল বাড়ির লড়াইয়ে সিঙ্গুরের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে হরিপালের বিধায়ক বেচারামকে প্রার্থী করে তৃণমূল। হরিপালে টিকিট পান তাঁর স্ত্রী করবী মান্না। রবিবার স্বামী-স্ত্রী দু’জনেই জয়ী হন। বৃহস্পতিবার একসঙ্গে তাঁরা বিধায়ক হিসাবে শপথ নিলেন বিধানসভায়।
স্বামীর ছেড়ে আসা আসনে প্রার্থী করে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল করবীকে। সেই পরীক্ষায় উর্ত্তীণ হলেও, দম্পতি বিধায়কের রেকর্ড গড়ার কথা মাথা ছিল না বেচারাম জায়ার। করবীর কথায়, ‘সত্যি বলতে কী, এই বিষয়টা আমার জানা ছিল না। তবে সব কিছুই সম্ভব হয়েছে মমতাদির জন্য। তাই তাঁর আস্থার মর্যাদা দিয়ে আমি ও আমার স্বামী কাজ করব।’ বেচারাম বলেন, ‘আমরা দু’জনেই সর্বক্ষণের রাজনীতিক।’