করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। তবে গত কয়েকদিন আশার আলো জাগিয়ে নিম্নমুখী হতে শুরু করেছিল দেশের করোনা গ্রাফ। কিন্তু বুধবার থেকেই ফের বদলে যায় ছবিটা। লাফিয়ে বাড়ে সংক্রমণ। আজ, শুক্রবার তা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। এই নিয়ে তৃতীয়বার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লক্ষের গণ্ডি।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। আর এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮। অন্যদিকে, ভারতে এখনও অবধি ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৯১৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। আর এর ফলে মোট ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।