গত ২ মে ছিল বাংলার ভোটগণনা। আর ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে ব্যাপক সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুলে আসছে বিজেপি। এ নিয়ে নবান্নকে চিঠিচাপাটি পাঠানোর পর বৃহস্পতিবার টিম পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ নিয়ে এবার মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘টিম না পাঠিয়ে কোভিডের টিকা পাঠাক। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
দু’চার জনের জন্য প্রাণ কাঁদছে আর এত মানুষের মৃত্যু হচ্ছে তাতে কোনও গা নেই!’ তিনি আরও বলেন, ‘বাংলায় কোনও সন্ত্রাস হচ্ছে না। দু’চারটে ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী কড়া হাতে তার মোকাবিলা করেছেন। যে যোগ্য অফিসারদের কমিশন সরিয়ে দিয়েছিল, তাঁদের আবার দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ উল্লেখ্য, এদিন নবান্নে পৌঁছে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় টিমের সদস্যরা। তবে কোথায় কোথায় তাঁরা পরিদর্শনে যাবেন তা এখনও স্পষ্ট নয়।