গত মরসুমে আইএসএলের মাঝপথে এসসি ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন নাইজেরিয়ান ফুটবলার ব্রাইট এনোবাখারে। প্রথম ম্যাচেই গোল করে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর যত টুর্নামেন্ট এগিয়েছে, ব্রাইটের খেলা ততই ঔজ্জ্বল্য ছড়িয়েছে মাঠে। ময়দানে কানাঘুষো, এবার সেই ব্রাইটকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান। যা শুনে এখন থেকেই আশায় বুক বাঁধছেন অগণিত সবুজ-মেরুন সমর্থক। একইভাবে যা মন ভাঙতে বাধ্য লাল-হলুদ সমর্থকদের।
গত মরসুমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটকে দলে নিয়েছিল লাল হলুদ। তাতে ফলাফল সেভাবে পরিবর্তন না হলেও, যথেষ্ট প্রভাব ফেলেছিলেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার। গত মরসুমের আইএসএলের শেষ ম্যাচ পর্যন্ত লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এই ফুটবলার। এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার চুক্তি সই না হওয়ায় ব্রাইটের চুক্তিও নবীকরণ হয়নি। বুধবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি লেখেন, “নয়া যাত্রা। আমি ঈশ্বরের উপর আস্থা রাখছি”।
গত মরসুমে এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা গোল বারবার আলোচিত হয়েছে ভারতের ফুটবল মহলে। গোলরক্ষক সহ পাঁচ ফুটবলারকে কাটিয়ে গোল দিয়েছিলেন তিনি। কিন্তু এবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চাইছেন ব্রাইট, তা অবশ্য সময়ই বলবে।