অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাইয়ের মতো বিদেশি ক্রিকেটাররা প্রথম থেকেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আইপিএল চলাকালীনই ভারতীয় ক্রিকেট বোর্ডের পদক্ষেপকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কেকেআরের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। এদিকে, প্রতিযোগিতা বন্ধ হতেই সম্পূর্ণ পাল্টি খেলেন এই জোরে বোলার। করোনা পরিস্থিতির মধ্যে এদেশে আইপিএল আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করেছেন কামিন্স।
এই মুহূর্তে আহমেদাবাদের টিম হোটেলে সতীর্থদের সঙ্গে নিভৃতবাসে রয়েছেন কামিন্স। সেখান থেকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, “গতবছর সংযুক্ত আরব আমিরশাহীতে খুব ভালোভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছিল। বাড়তি কিছু অর্জন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবছর দেশে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। দেশের এইরকম ভয়াবহ পরিস্থিতিতে একাধিক শহরে আইপিএল আয়োজন করা যথেষ্ট ঝুঁকির ছিল। এবছরও আইপিএল দেশের বাইরে আয়োজন করলে ভাল হত।”
প্যাট কামিন্স আরও বলেন, “জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আমরা যথেষ্ট সুরক্ষিত রয়েছি। কিন্তু এর বাইরেও আরও বড় ভারতবর্ষ রয়েছে। সম্পূর্ণ দুটো আলাদা জগৎ। আমরা ভাগ্যবান যে সুরক্ষিত রয়েছি। বাইরে প্রচুর মানুষ চিকিৎসা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা ৩-৪ ঘন্টা ক্রিকেট খেলে সাধারণ মানুষের মনে হাসি ফোটাতে পারিনি। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।” এদিকে, আইপিএল স্থগিত হয়ে গেলেও আহমেদাবাদে নিভৃতিবাসেই থাকতে হচ্ছে প্যাট কামিন্সদের। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের মালদ্বীপ হয়ে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কামিন্স আশাবাদী তাঁরাও দ্রুত দেশে ফিরতে পারবেন।