দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই বাড়ছে অক্সিজেন ও বেডের জন্য হাহাকার। মহারাষ্ট্র, দিল্লীর মতো না হলেও সংকট চরমে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। সেখানে খোলা মাঠে সারি দিয়ে শুয়ে রয়েছেন রোগীরা। বেড নেই। প্লাস্টিকের শিট থেকে কার্ডবোর্ডেই শুয়ে রয়েছেন তাঁরা। গাছ থেকে ঝুলছে স্যালাইনের বোতল! এভাবেই করোনার ‘চিকিৎসা’ চলছে মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক জেলায়। যার ভিডিও প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিক ভাবেই চমকে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দফতরও!
ভাইরাল হয়ে গিয়েছে আগর-মালওয়া জেলার ধনিয়াখেড়ি জেলার এই ভিডিও। কোনও ওষুধপত্তরের ব্যবস্থা নেই। নেই এমনকী বিদ্যুৎ সংযোগও। সবচেয়ে বড় কথা, সামাজিক দূরত্ব কিংবা মাস্ক কোনও কিছুরই বালাই নেই। তবু হাইওয়ের ধারে ২০০ মিটারের মধ্যে অবস্থিত এক খেতের মধ্যে গজিয়ে ওঠা এই জায়গায় চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছেন সকলে! আশপাশের ১০টি গ্রাম থেকে বহু মানুষই ছুটে আসছেন। জানা গিয়েছে, তাঁদের ভয় তাঁরা গেলেই তাঁদের কোভিড ওয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হবে। আর তাহলেই তাঁরা মারা যাবেন। তবে ইতিমধ্যেই ওই হাতুড়েদের অভিনব হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। একটি তদন্তকারী দলও পাঠানো হয়েছিল। কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই খবর পেয়ে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কেবল গাছ থেকে ঝুলন্ত স্যালাইনের বোতল ছাড়া আর কিছু ছিল না।