বাংলায় নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই জায়গায় জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। বিজেপির দাবি, তাদের সমর্থকরা আক্রান্ত হচ্ছে। খুন, ধর্ষণ, লুটপাট সব অভিযোগই তৃণমূলের দিকে। যদিও তৃণমূল এই সব অভিযোগই অস্বীকার করেছে। এক বিজেপি সমর্থক সম্প্রতি টুইটারে একটি ভিডিও ফুটেজ আপলোড করেছেন। দেখা যাচ্ছে জনতা পুলিশ এবং পুলিশের গাড়িকে আক্রমণ করেছে। টুইটটির সাথে দাবি করা হয়েছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে আক্রমণ করছে।
এবার একটু বিশদে বলা যাক। ঘটনাটি আসলে ওড়িশার ভদ্রক জেলার ঘটনা। ওড়িশার এক স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারও করা হয়। তিহিরি থানার অন্তর্গত আলীনগর স্কয়ারে চলতি বছরের ১৩ জানুয়ারি এক যুবক পুলিশের ভয়ে প্রাণ হারায়। আর সেই কারণেই বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ধরে। বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যমেও সম্প্রচারিত হয়েছে এই খবর। আর সেই খবরের ভিডিও ফুটেজই বাংলার বলে ভুয়ো প্রচার করছে বিজেপি।