বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তৃণমূল-বিজেপির মধ্যে। ফল প্রকাশের শুরুতেও সেই লড়াই জারি ছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও শেষ অবধি বাংলার রায় গিয়েছে দিদির পক্ষেই। ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর সেই উপলক্ষেই তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানাল আমূল।
আগামী বুধবার তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই সেই শপথগ্রহণ অনুষ্ঠান। যদিও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা। যা নিয়ে এখনও রাজ্য রাজনীতিতে বিতর্ক চলছে। কিন্তু কথাতেই আছে ‘হারকে জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হ্যায়’। তাই নিজের আসনে জয় না পেলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মমতা।
আমূলের প্রকাশিত বিজ্ঞাপনেও রয়েছে সেই অভিনবত্ব। সাদা নীল পাড় সুতির শাড়িতে উপস্থিত হয়েছেন মমতা। ফটো সাংবাদিক হিসাবে আমুল গার্লকেও রাখা হয়েছে ছবিতে। সেই ছবির ক্যাপশনই নজর কেড়েছে নেট মহলের। যেখানে লেখা- ‘She Did’i it again. Enjoy TrinAmul’. ইতিমধ্যেই তৃণমূলের ‘খেলা হবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান জনপ্রিয় হয়েছে বাংলায়। এরই মাঝে আমূলের এই তৃণআমূলীয় বিজ্ঞাপন নেটাগরিকদের নজর কেড়েছে।