দেশের কোভিড পরিস্থিতিতে মোদী সরকারের ব্যর্থতা ও উদাসীনতা নিয়ে এবার কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশোবন্ত সিনহা। মোকাবিলা নয়, মমতার বিরুদ্ধাচরণকেই অগ্রাধিকার দিচ্ছে বিজেপি, এমন অভিযোগ করলেন তিনি।
টুইট করে তিনি বলেন, বাংলায় মমতা বন্দোপাধ্যায় এখনও শপথ পর্যন্ত নেননি, তারমধ্যেই বিজেপি তার সমস্ত পরিকাঠামো নিয়ে তাঁর বিরুদ্ধে দেশব্যাপী ধর্নায় নেমে পড়েছে। এদিকে দেশের করোনা পরিস্থিতি বা তার মোকাবিলা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। তাদের কাছে রাজনীতি ছাড়া অন্য কিছু ধর্তব্যের মধ্যে আসেনা। যা চরম নিন্দনীয়, এমনি মত পোষণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।