আলোচনায় বসতে চেয়ে বিনিয়োগকারী সংস্থাকে চিঠি পাঠিয়েছে ক্লাবের কর্মকর্তারা। তবে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে চূড়ান্ত চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি। কিন্তু তাই বলে তো ফুটবলাররা হাত গুটিয়ে বসে থাকতে পারবেন না। এ বার লাল-হলুদের বিনিয়োগকারীদের চিঠি দিয়ে ক্লাব ছাড়তে চাইলেন জার্মান মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান ও ব্রাইট এনোবাখারে। শুধু তাই নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে থাকা হেড কোচ রবি ফাওলার পর্যন্ত শ্রী সিমেন্টের কর্ণধারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। লাল-হলুদের বিনিয়োগকারীদের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
গত বার বেশ নাটকীয় ভাবে আইএসএলে যোগ দিলেও, লিগ টেবিলের একদম নিচের দিকেই শেষ করেছিল রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল। সঙ্গে ছিল জোড়া ডার্বি হারের লজ্জা। তবে দলের ফল খারাপ হলেও বেশ নজর কেড়েছিলেন স্টেইনম্যান ও ব্রাইট এনোবাখারে। অনূর্ধ্ব ২০ জার্মানির হয়ে খেলা স্টেইনম্যানের সঙ্গে বিনিয়োগকারীরা দুই মরসুমের জন্য চুক্তি করেছিল। কিন্তু এক মরসুম লাল-হলুদের হয়ে খেলার পরই তাঁর মোহভঙ্গ হল। ক্লাব ও বিনিয়োগকারীদের এই টানাপোড়েনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে তিনি রাজি নন। এছাড়াও ২৬ বছরের স্টেইনম্যানকে আগামী মরসুমের জন্য অনেক বেশি টাকা দিয়ে ফেরাতে চায় তাঁর পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনিক্স। শোনা যাচ্ছে গত মরসুমে ১৬ ম্যাচে ৪ গোল করা এই মিডফিল্ডার অস্ট্রেলিয়া এ লিগে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।
আবার লিগের মাঝপথে এসে কম ম্যাচেই নিজেকে মেলে ধরেছিলেন ব্রাইট। গত মরসুমে ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে জানুয়ারি মাসে নাইজেরিয়ার এই স্ট্রাইকারকে মাঠে নামিয়েছিলেন ফাওলার। অভিষেক ম্যাচেই গোল করে চমকে দিয়েছিলেন। তবে তাঁর সঙ্গে গত আইএসএলের শেষ ম্যাচ পর্যন্ত লাল-হলুদ শিবিরের চুক্তি ছিল। যদিও বিনিয়োগকারীদের দাবি ২৩ বছরের ব্রাইট নাকি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব বনাম বিনিয়োগকারীদের মধ্যে শেষ না হওয়া লড়াই দেখে তিনিও মত বদলে শ্রী সিমেন্টের অফিসে চিঠি দিয়েছেন।