দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। এই পরিস্থিতিতে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে গোটা দেশজুড়েই। এবার অক্সিজেনের অভাবে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মধ্যপ্রদেশের বরওয়ানি জেলার সরকারি হাসপাতালে চার জন কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ তুললেন তাঁদের পরিবার।
ঘটনার রাতে হাসপাতালের কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, রোগীদের পরিবার উদ্বেগে ছটফট করছে। অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন রোগীরা। পরিবারের লোকজন বলছেন, অন্তত ৩০ মিনিট হয়ে গেল অক্সিজেন নেই। কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করছে না বলেও ওই ভিডিও ফুটেজে দাবি করেন পরিবারের সদস্যরা। এক মহিলাকে বলতে শোনা যায়, ‘সকাল থেকে আমার বাচ্চার স্যাচুরেশন ৯৪। হঠাৎ বন্ধ হয়ে গেল অক্সিজেন। ও কষ্ট পাচ্ছে। কোনও ডাক্তার কোনও কথা শুনছেন না, সাহায্য করছেন না!’ একই অভিযোগ করেন আরও এক রোগী পরিবারের সদস্যও। তিনি বলেন, ‘অন্তত চার জন চোখের সামনে মারা যাচ্ছেন। হাসপাতাল কিছু করছে না।’ বারওয়ানি জেলার উপ-জেলাশাসক লোকেশ কুমার জঙ্গিদ স্বীকার করে নিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন নিয়ে অভিযোগ পেয়েছিল শনিবার। সেন্ট্রাল পাইপলাইনে অক্সিজেনের জোগান পর্যাপ্ত ছিল না ওইদিন।