গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সমর্থকদের বিক্ষোভের জেরে ভেস্তে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচ। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুপুর একটা নাগাদ ক্লাবের মালিক গ্লেজার পরিবারের অপসারণের দাবিতে ব্যানার ও আতসবাজি নিয়ে মাঠে ঢুকে পড়েন ম্যান ইউয়ের শ’দুয়েক ক্ষুব্ধ সমর্থক। কেউ কেউ ফুটবল খেলাও শুরু করে দেন! সমর্থকদের পুলিশ মাঠ থেকে বার করে দেওয়ার পরে তাঁরা টিম হোটেলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পরিস্থিতিতে স্থগিত করে দেওয়া হয় ম্যাচ।
বিদ্রোহী লিগে যোগ দেওয়া নিয়ে গ্লেজার পরিবারের বিরুদ্ধে ম্যান ইউ সমর্থকদের ক্ষোভ নতুন নয়। তাঁদের প্রবল চাপেই বিদ্রোহী লিগ থেকে ম্যান ইউ নাম প্রত্যাহার করতে বাধ্য হয়। তা সত্ত্বেও সপ্তাহখানেক আগে দলের অনুশীলন চলাকালীন ক্যারিংটন গ্রাউন্ডে ঢুকে গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন জনা কুড়ি সমর্থক। এ বার ম্যাচই ভেস্তে দিলেন তাঁরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সমর্থকদের।
এই ঘটনার পরে ম্যান ইউয়ের তরফে বিবৃতি দেওয়া হয়, “পুলিশ, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, ক্লাব এবং ওল্ড ট্র্যাফোর্ড কাউন্সিল আলোচনা করে নিরাপত্তার কারণে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি চূড়ান্ত করা নিয়ে বৈঠক চলছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কখনওই সমর্থকদের স্বাধীন ও শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে নয়। পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। তদন্তের ক্ষেত্রে ওদের আমরাও সাহায্য করব।”