আইপিএল যত এগোচ্ছে, দলগুলির অন্দরে করোনা আতঙ্ক ততই বেড়ে চলছে। এ বার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরেও থাবা বসালো কোভিড। এদিকে, কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং জোরে বোলার সন্দীপ ওয়ারিয়র আজ সকালেই কোভিডে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, চেন্নাই শিবিরে ভাইরাস হানার জেরে বাতিল করে দেওয়া হয়েছিল সোমবারের অনুশীলন।
শোনা যাচ্ছে দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি কোভিডে আক্রান্ত হয়েছেন। এছাড়া টিম বাসের চালক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ম মাফিক তাঁদের আলাদা করে নিভৃতবাসে রাখা হয়েছে। যদিও ধোনির দল কিংবা আইপিএল-এর তরফ থেকে এই বিষয়ে সরকারি ঘোষাণা করা হয়নি।
তবে শুধু চেন্নাই শিবির নয়, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামের পাঁচ জন মাঠ কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। সিইও কাশী বিশ্বনাথন, প্রাক্তন জোরে বোলার লক্ষ্মীপতি বালাজিকে আপাতত জৈব বলয়ের বাইরে ১০ দিনের নিভৃতবাসে রাখা হয়েছে। সুস্থ হয়ে তাঁদের ফের বলয়ে ফিরতে হলে অন্তত দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে।